
তার কলস্বর শুনতে পাই রোজ —
বুকের মধ্যে ছোট যে নদী, তিরতিরে
বয়ে যায় পঙ্ক্তির ভিতর দিয়ে।
সে নদীখাত দিয়ে বয়ে গেছে কত কত জল
আশৈশব, শ্লেট-পেন্সিল, ছেঁড়া হাফপ্যান্ট।

বালি নিয়ে খেলতে খেলতে কখন
ফুটে উঠেছি কাশের বনে,চন্দ্রাহত জ্যোৎস্নায়।
শিখে নিয়েছি,রূপে নয় ভালোবাসায় ভোলানোর
মন্ত্রলিপি, তোমার গান
আনন্দ-বেদনায়, ভাঙনে নির্মাণে।

আজ, এই প্রতারক সময়ে
জমে উঠেছে যখন চারিদিকে আবর্জনার স্তূপ,
মরে বেঁচে থাকা এই রুদ্ধ দিনে
নদী পাড়ের বুনো ঝোপের মধ্যে খুঁজি
রক্তকরবী এক —
তোমার বিশু পাগলকে বোলো, এখনও অনেক গান বাকি
যক্ষপুরীর
এখনও অনেক ভাঙন বাকি…
Facebook Comments Box
বেশ লিখেছেন।
অনেক ধন্যবাদ ।