শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

মহাকবি কালিদাসকৃত মেঘদূতের ভাবানুবাদ (পর্ব-৭)

পূর্বকথনঃ
ধনপতি কুবের। কৈলাসে তার আবাস। নগরীর নাম অলকা। পরিপূর্ণ সৌন্দর্যের ধাম। সুউচ্চ প্রাসাদ ভবন নগরীর আকাশকে স্পর্শ করছে। ভবনের ছাদ শিখীর নৃত্যে ছন্দিত। মধুপ গুঞ্জরিত শতশতদলে সরোবরগুলি সদা আন্দোলিত। রাত্রি নিত্য জ্যোৎস্নাজড়িত। আনন্দাশ্রুছাড়া নয়নসলিল সেখানে বিরল। আর বয়স তো যৌবনেই আবদ্ধ। কুবেরের কর্মসচিব যক্ষ। তরুণবয়স সদ্যপরিণীত। সুন্দরী বধূটি। তপ্ত কাঞ্চনবর্ণা, তন্বী, শিখরীদশনা,পাকা বিম্বফলের মতো অধর। হরিণনয়না, ক্ষীণকটি, নিম্ননাভি। যক্ষের কাজে ঘটে প্রমাদ। মন চলে যায় নিজ কক্ষের বাতায়নপথে। তার কর্মশৈথিল্যে ক্রুদ্ধ কুবের ধৈর্য হারালেন। নির্বাসন দিলেন অলকা থেকে রামগিরি আশ্রমে ।একাকী যক্ষ চলে এলেন সেই আশ্রমে। ক্ষীণদেহ, প্রিয়াবিযুক্ত। কণকবলয় হাত থেকে যাচ্ছে খুলে। ঘনিয়ে এল নীল নব মেঘমালা নিয়ে আষাঢ় মাস।

মেঘদূত (৭)

শ্রীবিশালা বিশালা নগরী অবন্তী রাজধানী,
গ্রামবৃদ্ধেরা মুগ্ধ মুখর রাজা উদয়নে স্মরি;
পুণ্যফলের মূল্যেতে কেনা যেন সে স্বর্গধাম,
এই সে নগরী উপচিতশ্রী সার্থক যার নাম।

নৃপতি বৎস হেথা হরেছিল প্রদ্যোতদুহিতারে,
এই নগরীতে হেমতালতরু ছিল কত সারেসারে।
দর্পবশতঃ হস্তী হেথায় নলগিরি নামধারী
উন্মাদসম ঘুরে ফিরেছিল স্বর্ণ স্তম্ভবিদারি।

গবাক্ষপথে রমণীগণের কেশরঞ্জক ধূপ,
বাহির হইয়া মিলিবে তোমাতে, হবে তুমি অপরূপ।
শিখী পাখা মেলি নাচিবে যখন হেরিও নয়ন ভরি
পুরাঙ্গনার স্নানসুরভিত ঘ্রাণ নিও বুকে করি।

ত্রিভুবন স্বামী চন্ডীপতির যাইবে পুণ্যসদনে,
নীলকন্ঠের মতো ওহে নীল মেঘ, হেরিবে প্রমথগণে।
রমণীগণের স্নানসুরভিত কমলগন্ধি বায়,
কুসুমে কুসুমে পরশ করিয়া ফিরে উদ্যানময়।

অসময়ে আস, হে জলদ, যদি মহাকাল মন্দিরে,
অস্তরবির সংরাগ ছবি দেখে তবে যেও ফিরে।
তব গম্ভীর গভীর স্বনন শ্রবণমধুর অতি,
দুন্দুভিসম শূলী শম্ভূর ঘোষিবে সন্ধ্যারতি।
পুণ্যের ফল লব্ধ হইবে গাহি তাঁর জয় গান,
যাত্রা হইবে সার্থক তব, সফল মনস্কাম।

লীলাময় পদবিন্যাসে ধ্বনিত নূপুর রমণী,
মণিমন্ডিত চামর দোলাবে সুকোমল হাতে টানি।
তব বর্ষণস্নিগ্ধ বায়ুর সুশীতল পরশণ
ভ্রমরকৃষ্ণ আঁখি তারকায় পুলকিত দরশন।

সন্ধ্যায় নব জবাকুসুমের মতো রক্তিমরাগে,
দেবাদিদেবের ভুজতরুবন তাহারই ঊর্দ্ধভাগে,
মন্ডলাকারে ব্যাপ্ত হইয়া করিও অবস্থান
হরিও তাঁহার গজচর্মের ঈপ্সিত অভিমান।
রক্তাজিনের বর্ণ তোমার, নিরুদ্বিগ্নমুখে,
হেরিয়া ভক্তি, ভবানী তোমার নন্দিত হবে সুখে।

(ক্রমশ)

[পর্ব – ৬]

Facebook Comments Box

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.