পূর্বকথনঃ
ধনপতি কুবের। কৈলাসে তার আবাস। নগরীর নাম অলকা। পরিপূর্ণ সৌন্দর্যের ধাম। সুউচ্চ প্রাসাদ ভবন নগরীর আকাশকে স্পর্শ করছে। ভবনের ছাদ শিখীর নৃত্যে ছন্দিত। মধুপ গুঞ্জরিত শতশতদলে সরোবরগুলি সদা আন্দোলিত। রাত্রি নিত্য জ্যোৎস্নাজড়িত। আনন্দাশ্রুছাড়া নয়নসলিল সেখানে বিরল। আর বয়স তো যৌবনেই আবদ্ধ। কুবেরের কর্মসচিব যক্ষ। তরুণবয়স সদ্যপরিণীত। সুন্দরী বধূটি। তপ্ত কাঞ্চনবর্ণা, তন্বী, শিখরীদশনা,পাকা বিম্বফলের মতো অধর। হরিণনয়না, ক্ষীণকটি, নিম্ননাভি। যক্ষের কাজে ঘটে প্রমাদ। মন চলে যায় নিজ কক্ষের বাতায়নপথে। তার কর্মশৈথিল্যে ক্রুদ্ধ কুবের ধৈর্য হারালেন। নির্বাসন দিলেন অলকা থেকে রামগিরি আশ্রমে ।একাকী যক্ষ চলে এলেন সেই আশ্রমে। ক্ষীণদেহ, প্রিয়াবিযুক্ত। কণকবলয় হাত থেকে যাচ্ছে খুলে। ঘনিয়ে এল নীল নব মেঘমালা নিয়ে আষাঢ় মাস।
এবার যাত্রা দশার্ণা অভিসারি
পাণ্ডুর ছবি কেতকীর বেড়া যার উপবন ঘেরি,
বনান্তসীমা শ্যামলিমাভরা পরিণত জামফলে
গৃহবলিভুক্ নির্মিতনীড় বিহগের কলকলে
চিনিবে উহারে, আরও দেখিবে পরিযায়ী হাঁসদলে।
প্রখ্যাতনাম, যার রাজধানী বিদিশা
সেথায় যাইয়া তব প্রশমিত হবে তৃষা
বেত্রবতীর চঞ্চলজল চুমি
মনোগত তব বাসনার রাশি পূর্ণ করিও তুমি।
মিলনোৎসুক পর্বতে যেও নীচৈঃ খ্যাত নাম,
স্ফুটকদম্ব শিখরেতে নিও কিছুকাল বিশ্রাম।
পথিকবনিতা দেহপরিমলে সুরভিত কন্দর
প্রকাশ করিছে প্রেমোদ্ভ্রান্ত নায়কের অন্তর।
অপনীতশ্রম পৌঁছবে তুমি নদীতীরে যূথীবন
ফুল্ল যূথিকা পুষ্পলতায় কোরো জলধারা সিঞ্চন।
পুষ্পচায়িকা বনবালিকারা কপোলের স্বেদ মুছি।
ম্লান মুখছবি কর্ণোৎপল হারায়েছে তার রুচি।
ক্ষণপরিচিত বনবালাদের হরণ করিও ক্লান্তি,
তব ছায়াদানে শীতলতা এনো আনিও দেহের শান্তি।
উত্তরদিকে যাত্রা তোমার তাই কিছু পথ ঘুরে,
উজ্জয়িনীর প্রাসাদ না দেখি চলিয়া যেও না দূরে।
বিজলী আলোকে চকিতলোচন পুরনারী মুখশোভা,
না দেখিয়া যদি চলে যাও তুমি নয়নের দেখা বৃথা।
বিহগ সেবিত নির্বিন্ধ্যার ঊর্মিমুখর জল
নদী নটীসম, সদা চঞ্চল বহি চলে অবিরল।
প্রসন্নমনে তার স্বাদু জল করিও আস্বাদন,
জানাইও তারে চলে যেতে পথে বিদায় সম্ভাষণ।
তটতরুমূলে ছিন্ন পাতার পান্ডুবর্ণ শোভা
ক্ষীণজলধারা বেণীর মতন তার কটি উপগতা,
প্রবাসী পতির বিরহব্যথায় বিধূরা রমণীসম,
বেদনা তাহার প্রশমিত কোরো হয়ো নাগো নির্মম।
(ক্রমশ)
[পর্ব – ৫]