শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

‘নাই বা এলে যদি সময় নাই…’

রবীন্দ্রনাথের গান যাঁদের সাবলীল গায়কীতে উদাত্ত কণ্ঠমাধুর্যে স্বতঃস্ফূর্ততা পায়, শ্রোতার অন্তরে সহজেই প্রবেশ করে, শ্রী সুগত মজুমদার সেই গোষ্ঠীর শিল্পী। দেবব্রত বিশ্বাসের ভাবশিষ্য তিনি, সাক্ষাৎ শিষ্য পীযূষকান্তি সরকারের। তিনি রবিচক্রের আপনজন। সম্প্রতি রবিচক্রের গঙ্গা তীরবর্তী একটি আসরে তাঁর গান আপ্লুত করেছিল উপস্থিত শ্রোতাদের। পরিকল্পনা চলছে নিকট ভবিষ্যতে রবিচক্রের আসরে আমন্ত্রিত শিল্পী হিসেবে তিনি গান শোনাতে আসবেন। আজ তাঁরই একটি গানের ইউটিউব-পরিবেশনা এই পত্রিকার পাতায়।

Facebook Comments Box

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.