শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

বিলীন হওয়ার আগে


সুস্বাস্থ্য ধানের মতো আমাদের জীবনগুলো
আরো বেশি সোনালি হতে পারতো।
শুকনো নদী পেতে পারতো আরেকটু জল,
আকাশ হতে পারতো আর একটু নীল।
রুদ্ধ দরজাগুলোতে মাঝে মাঝে শুনি
ঝোড়ো হাওয়ার অভিঘাত!
অথচ ভয়ের মুখোশ পরে বসে আছি।
মাঝিভাই নৌকা ভিড়াও-
কূলে কূলে ভেসে থাকার বিলাসিতা আর নয়,
চলে যাব মাঝদরিয়ায়।
দুরন্ত ঢেউয়ের ঝুঁটি চেপে ধরব
শিশুর মতো হেসে হেসে
বিলীন হয়ে যাওয়ার আগে
সমুদ্র-দানোকে শান্ত করার স্পর্ধা দেখিয়ে
মিশে যাওয়া যাব জলের ভিতরে,
আর একবিন্দু জলকণা হয়ে।

Facebook Comments Box

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.