বৈশাখের তীব্রতায় প্রাণীকুলের ওষ্ঠাগত প্রাণ। অত্যাধিক তাপ প্রবাহে থিরিথিরি করে কম্পমান বাতাস দৃষ্টিবিভ্রমের সৃষ্টি করে, দিগন্ত ঝাপসা মনে হয়।
আগুনের হলকার মতো তাপিত বায়ু ত্বক স্পর্শ করে। এর মধ্যেই দেশব্যাপী নির্বাচনী প্রক্রিয়ায় রাজনৈতিক উত্তেজনার পারদ উর্ধমুখী। রাজ্যস্তরে একের পর এক অপকর্মের উন্মোচন বাঙালি জাতিকে ক্রমান্ধকারের পথে ঠেলে নিয়ে চলেছে।
যেকোন জমায়েত, সমাজে অথবা সমাজ-মাধ্যমে চোখ কান রাখলে এই তিনটি বিষয় উঠে আসে।
এমনই এক দীপ্ত রৌদ্রকরজ্জ্বল সকালে একটি চিকিৎসালয়ের সামনে, বেশ কিছু রোগগ্রস্ত মানুষ ও তাঁদের স্বজন, চিকিৎসকের অপেক্ষায় বসে আছেন। আর নির্বাচন, রাজনৈতিক এবং রাজ্যের নৈতিক অবক্ষয়, পরিশেষে পরিবেশ প্রতিকূলতা নিয়ে তুমুল আলোচনা করছেন। প্রায় প্রত্যেকেই বাংলা বৎসরের প্রথম মাস সম্পর্কে যারপরনাই বিষোদ্গার করে চলেছেন। ঠিক তখন, অপেক্ষারত এক বৃদ্ধা বলেন, “বৈশাখ আমার কাছে সুখের।”
দাবদাহের এহেন প্রলম্বিত অভিজ্ঞতার পরেও, এমন কথা কেউ বলতে পারেন? মুহূর্তে কোলাহল থেমে যায়, সকলে বক্তার দিকে ফিরে তাকান।
বৃদ্ধার মুখে তখন ঠিক পৌষের পিঠেপুলির খুশি উপচে পড়ছে। তিনি অনুভব করেন, হঠাৎই সকলে আলোচনা থামিয়ে, যেন তাঁর ব্যাখ্যার প্রতীক্ষায় রয়েছেন। তিনি খুব শান্ত স্বরে বলেন, “বৈশাখে রবি ঠাকুরের জন্মদিন। বাঙালির এর চেয়ে বড় সুখ আর কী হতে পারে?”
বৈশাখী সুখ আমাদের ঘিরে রাখে, যাবতীয় দীনতার বিজ্ঞাপনের মধ্যেও জানিয়ে দেয়, এ কবির জন্ম মাস।
বাঙালির সেই সুখের মাসে রবিচক্রের অনলাইন ওয়েবজিনের পাতা সেজে উঠেছে, রবীন্দ্র বিষয়ক রচনায়।
রবিচক্র অনলাইন আপনাদের কেমন লাগছে? নিচের ঠিকানায় লিখে জানান। ইমেল-ও করতে পারেন। চিঠি অথবা ইমেল-এর সঙ্গে নাম, ঠিকানা এবং ফোন নম্বর থাকা বাঞ্ছনীয়।
রবিচক্র
‘প্রভাসতীর্থ’, ৭৬ ইলিয়াস রোড, আগরপাড়া, কলকাতা – ৭০০০৫৮, ভারত
editor@robichakro.com
বড় ভাল লেখা।
গল্পকার সম্পাদকীয়তেও গল্পই বললেন।দারুন।
অনেক ধন্যবাদ
অধিকাংশ বাড়ীর নামফলক( যাদের আছ), ইংরাজী বর্ণে লেখা। গৃহবাসী (রা) ও ইং বর্ণ..
কোথাও নাম লিখতে হলে অবধারিত ভাবে ইং বর্ণ ব্যবহারকরা হয় আবশ্যিকতা না থাকলেও…