
গল্পে তুলিতে চলচ্ছবিতে গানে গানে নির্মাণ,
অম্লান তাঁর শিল্পতীর্থে জীবন গাইছে গান।
দিগন্তজোড়া কাশের ঢেউয়ে প্রকৃতির উৎসব,
বিস্মিত দেখি ছুটছে সেখানে শাশ্বত শৈশব।
জীবন-মৃত্যু শতরঞ্চ খেলে ছবির মঞ্চ জুড়ে
বিপ্রতীপের স্রোতে সংঘাতে মেঘে মেঘে রোদ্দুরে।
এই যে জীবন কখনো ছুটছে কখনো থুবড়ে মুখ,
দ্বন্দ্বে-ছন্দে প্রেম ও অপ্রেম সুখ ও যত অসুখ,
ক্যামেরা সাউন্ড, তুলি ও কলমে শিল্পিত নন্দন;
সুরবিন্যাসে তিনি যা ধরেন, জীবনেরই স্পন্দন।
তাঁর সে বিপুল শিল্পভুবনে অবিরত আসা-যাওয়া,
রবীন্দ্রনাথ, মোৎজার্ট, বাক, ফোর্ড ও কুরোসাওয়ার।
চেতনায় আজও বুনে চলেছেন সৃষ্টির সঙ্গীত,
শতায়ু-দীপ্ত শিয়রে দাঁড়িয়ে স্বপ্নে সত্যজিৎ।
[ছবি-কৃতজ্ঞতাঃ আন্তর্জাল]
Facebook Comments Box
খুব ভাল লাগল।
খুব ভালো লাগলো
খুব ভালো লাগলো, সত্যজিতের সিনেমায় শিশু শিল্পী নিয়ে একটা লেখার অপেক্ষায় থাকলাম