
ওই দেখো, উড়োজাহাজ
দেখো ওই উড়োজাহাজ, ছুটে যায় বহুদূর
হাঁদা চলে ছড়াপুর
চলে হাঁদা ছড়াপুর, পেরিয়ে শহর-গ্রাম কত নদী রোদ্দুর।
নীচ-পানে তাকায় সে
তাকায় সে নীচ-পানে, এ বাবা! ছোটো হয় মাঠঘাট
নদী যেন সরু সুতো
সরু সুতো হয় নদী, আল্পনা এঁকে রাখা পৃথিবীর জল পাট।
বন-ছাদ দেখেনি সে
দেখেনি সে বন-ছাদ, অগণন গগন-বিলাসী মহীরুহ
গাছেদের পথসভা
আহা! পথসভা গাছেদের , ছন্দে সুরেতে গাঁথা সবুজ আরোহ।
ক্রমে ক্রমে ছোটো হয়
ছোটো হয় ক্রমে ক্রমে পথ ঘাট সবুজ
মন তার ডানা মেলে
ডানা মেলে মন তার, কথাকলি ভঙ্গিমা আনমনা অবুঝ।
আকাশের নীল সাদা
নীল-সাদা আকাশটা, শেষমেষ ঢুকে পড়ে নিম্বাস দেশে
মেঘ ভেঙে রবি হাসে
রবি হাসে মেঘ ভেঙে, শাঁখ বাজে ছড়াপুরে বৈশাখ বেশে।
Facebook Comments Box
ছন্দের দোলায় দুলিয়ে দিল মনটাকে
খুব ভাল লিখেছ বোন। তোমার লেখা পড়তে পড়তে কেদারনাথ যাত্রার সময় ঠিক এটাই অনুভব হয়েছিল।
ভালো লাগলো