
কি আশ্চর্য!
কখনোই হারিয়ে যাও না।
একশো চৌষট্টি বৈশাখ পার করে
এখনো ফিরে ফিরে আসো
পঁচিশের ভোরে, গলির মোড়ে,
কৃষ্ণচূড়ার আঁচে, সেঁকে দাও
স্যাঁতলা নন্দিন পদাবলী
আমাদের।
ঝড়ে, বৃষ্টিতে, বজ্রপাতে
বাঁচার তাগিদে মিথ্যাপাতে
কখনোই ভেঙে পড়ো না।
তিরাশি শ্রাবন পার করে
এখনো ফিরে ফিরে আসো
হাঁটু জলে, বাইশের মেঘের ঢলে,
বাড়ি ফিরে কৃষ্ণকলি
যেখানে বাসন মেজে চলে।
কবিতায়, গানে
তর্ক, বিতর্কের দর্পবাণে
তোমায় ছুঁতে চেয়েছি কতবার।
অল্প থেকে অল্পতর হয়ে
শুধু লজ্জা পেয়েছি প্রতিবার।
আজ মুখ ফুটে স্বীকার করছি ভুল
ক্ষমা কোরো কবি
কোনোদিন বাক্স খুলে দেখিনি
কেমনটি আছে
তোমার মনোবেদনার শেষ কদম ফুল।

Facebook Comments Box