
মঞ্চ গড়ে এই আয়োজন
সুরক্ষাকে আগলে রাখে বিধিবদ্ধ ঋণ
মিষ্টি সুবাস নাই বা মিলুক
চলতে থাকুক ভুলের খেলা
জল খায় না প্লাস্টিক ফুল
মজলিসটি বেজায় পোক্ত – ফায়দারা শৌখিন।
তীব্র ভাবে আঁকড়ে ধ’রে তারই অংশ হই
সুযোগ বুঝে ঘৃণা ছুড়ি
আড়াল পেলে লুকাই সুখ
যদিও উদ্ধৃতিরা বড়োই সাধারণ
চিরাচরিত স্বভাবখানা –
বরাবরই বয়ে বেড়ায় কালের বোঝা
মানোন্নয়ন করে না সমর্থন।

তোমার দেশ তোমার বেশ সাজুক অপরূপ
ঘুণের ওপর রঙের বোঝা ভুলিয়ে দিক সুর।
সুযোগ বুঝে পড়ব মুখোশ
করবে আপোষ খন্ড খন্ড রোষ
সবটা নিয়েই জমাবে আসর –
দাওয়ায় পাতা ছাপোষা তক্তপোশ।
মাটির কথা মূলেই থাক, ঢাকো ময়লা ধুলো
ফাঁকা মাথায় দিব্যি মানায় ভিনদেশী পরচুলো।
বাকবিতণ্ডা ফক্কা নিনাদ হোক না হট্টগোল
ক্ষমতা তো তারই সবাক
যে শূন্য মাঝে সৃষ্টি করে – হাজার কলরোল।
Facebook Comments Box