
“Vivekananda’s words are great music, phrases in the style of Beethoven, stirring rhythms like the march of Handel choruses.” – Romain Rolland

স্বামী বিবেকানন্দ
আগ্নেয় লাভা হৃদয়ে ধরেছ তুমি
চোখ থেকে নামে গেরুয়া মন্দাকিনী,
আজও হাত রাখো যেখানে জন্মভূমি
স্থবিরতা ছুঁয়ে পড়ে আছে দুঃখিনী।
তোমার ভিতরে তানপুরা হাতে দেশ
অপমানিতের কান্নার মীড় বোনে ,
দীপকে জ্বালায় ক্রোধ-বহ্নির রেশ
শব্দে শব্দে বিপ্লব লেখে মনে ।
ছবির ভিতরে চির ভ্রমমাণ তুমি
দেবালয় ছেড়ে অস্পৃশ্যের ঘরে
শাকান্নে দ্যাখো মূর্ত স্বর্গভূমি –
বজ্রের মতো ফেটে পড়ো অন্তরে।
তখনই শব্দ শাশ্বত সন্ধানী
জীবে প্রেম হয় প্রকৃত মন্ত্র বাণী ।

নেতাজী সুভাষচন্দ্র বসু
‘আমারে বাঁধবি তোরা’…”এই গান অনেক বার গেয়েছি, আবার গাইব, তার পরে চলব আফগানিস্তানের রাস্তা দিয়ে, যেমন করে হোক পথ করে নেব।” – ছোট গল্প ‘বদনাম’ , রবীন্দ্রনাথ ঠাকুর।
জন্মাবধি তোমার ছবি দেওয়াল জুড়ে,
শান্ত বিষাদ অন্তরে ঝড় দুই চোখে স্থির,
চোখ ছেড়ে তার দৃষ্টি উধাও কোন সুদূরে,
সেইখানে সুর স্বতঃস্ফূর্ত মাতৃভূমির।
তোমার ছবির মধ্যে ভারতবর্ষ কাঁদে,
তোমার মুখের ভিতর হাজার বিষণ্ণ মুখ,
তোমার দেহ মাকড়শা তার জালে বাঁধে ,
তোমার চোখের গভীরে আজ দেশের অসুখ।
অটল পাহাড় অন্তরে তার ঝর্ণাধারা
দেশের দুঃখ ও -দুই চোখে আগুন ও জল,
ক্রন্দন লেখে যখন অন্ধকারের তারা
রক্তের তালে রণবাদ্যে বাজাও মাদল ।
আঁধার রাতের একলা পাগল হৃদয় জ্বেলে
মুক্তিযজ্ঞ আগুন হাতে একাই গেলে,
দেশ হতে কোন দেশান্তরে গেলে তুমি
সঙ্গে গেল স্বপ্ন, মুক্ত মাতৃভূমির।
আগুনপাখির অলীক ডানায় দগ্ধ সবই ,
স্বর্ণ-কলস-ভর্তি-কল্প গল্পকথা ,
অশ্ব ক্ষুরের ধুলোয় ঢাকা তোমার ছবি
মৌনে লেখে রক্ত কথা স্বাধীনতার ।