
বৃষ্টির অ্যাবস্ট্র্যাক্ট প্রচ্ছদ ছিঁড়ে জেগে উঠছো তুমি,
মেঘের কিনারে ঝুলে থাকে ক্ষুধানিবৃত্তির আলো,
সেই দীপ্তি যেন অনিবার চৈতন্য মন্থনের।
সমস্ত দুর্বিপাকের মধ্য থেকে কীভাবে
টেনে আনো নতুন পথের দিশা!
ফিউশনে জেগে ওঠে অনন্ত পরমাণুর মহিমা,
ভিজে মাটির ভিতরে সতেজ ভ্রুণের ঘ্রাণে
মাতৃত্বের নিমগ্ন প্রত্যাশার আনন্দ!
অভিসন্ধির বিবর্ণ আগাছার বাড়বাড়ন্ত-
এগিয়ে চলতে গেলে পায়ে জড়ায়
অবাঞ্ছিত গুল্মলতা!

মনে হয় কোনও হনন মুহূর্ত এসে
নীল মৃত্যুর মতো জড়িয়ে ধরবে।
তবুও বিশ্বাসে জাগিয়ে রাখে তোমার চোখ,
এভাবেই জেগে থাকুক প্রতিবাদী প্রচ্ছদ,
বৃষ্টির প্রতীক্ষায় জেগে থাকি সারারাত।
ভোররাতে তোমার প্রসব যন্ত্রণা ওঠে।
তখনই আকাশে ঝলসে ওঠে বিদ্যুৎ।
তারপরেই আকাশ কাঁপিয়ে কড়কড় শব্দ,
পরক্ষণেই বুঝি এ তো নবজাতকের কান্না!