
এটুকুই
দুচোখে দুচোখ রাখা
অনৃত মায়ায়
বেঁধে নেওয়া ভঙ্গুর সময়
এটুকুই, আর কিছু নয়

ঋণ
তুমি চলে গেলে
তোমার পদচ্ছাপ নেওয়া হল না
তুমি চলে গেছ
আমি দিক-ভোলা বোষ্টুমির মতো
ভর দুপুরে পা ছড়িয়ে বসে গান গাই
দাওয়ার চারপাশে মাধবীলতা আর সন্ধ্যামালতি লাগিয়েছি
পথ ভুলে আস যদি
নীলকমল হৃদয়টির সাথে কচি-গোলাপ রঙ
অঞ্জলির অভাব হবে না
তুমি এলে না, আসবে না আর
তবু আমি অপেক্ষায় থাকি…
সাঁঝঘরের বাতি, আচমনের চুমু
পাদ্য-অর্ঘের ফুল সাজিয়ে
নিঝুম, নিশুতি ঘরের
একান্ত নিরালায়
এই আমার ভালবাসা
বুকে পাওয়ার সাধ
অনন্তের ঋণ
[চিত্র ঋণ- আন্তর্জাল]
Facebook Comments Box