
হলুদ আলো
হলুদ আলো হলুদ আলো
পড়ছে এসে মেঝের ওপর
উড়ছে ধুলোয়, ত্রসরেণুর
রোমাঞ্চে আজ একলা ঘরে
ডাকছে কাকে, নষ্ট সময়?
ডাকছে কাকে, ভালবাসায়
মেলছে পাখা, কার আশাতে
হলুদ আলো পাখির মতো
এই অবেলায়, বিকেলবেলায়?
দোসর
সে কোন দুঃখের ঘরে থাকেনি কোনদিন
তবু তাকে ভালবাসি
সে কোন সান্ত্বনার হাত
ছোঁয়ায় নি ক্লান্ত কপালে কোনদিন
তবু তাকে ভালবাসি
সে আমার আত্মার দোসর
তাই তাকে ভালবাসি।
Facebook Comments Box