
দোকানে তুফান ওঠে— ভারত বনাম চীন,
সময় বিচার করে, কে পিঁপড়ে কে হাতি!
দরকার মিটে গেলে ডাস্টবিনে ন্যাপকিন,
বৃথাই অহংবোধে ডুবে আছি নেহাতই—
বৃথাই আকাশ দেখে আশাবাদ রচনা:
কে কার বদল আনে? ইতিহাস হেসে যায়।
মিথ্যের স্রোত এসে কিনে নেয় জোছনা,
মানুষ তো বরাবরই দিশাহীন, নিরুপায়।

মানুষ তো এঁকে চলে হতাশার রঙছবি
বিষাদের তুলি টেনে আপোষের নেয় স্বাদ
ভাতের প্রশ্ন এলে কাজে যায় সব কবি
দিনশেষে গিলে নেয় পেট ভরে অবসাদ।
প্রয়োজন শেষ হ’লে ফেলে দিই টুথপিক:
আমার মূল্যও তো এর থেকে বেশি নয়—
আমরা ভীতুর দল; নিয়তি তো নির্ভীক।
নিভিয়ে দেবেই এসে জমে থাকা সংশয়।
Facebook Comments Box