
যে সুরে
মাটির কোলে সুপ্ত বীজে প্রাণের পরশ লাগে
ফুলকলিদের ঘুম ভেঙে যায় নবীন অনুরাগে
যে সুরে
শিমুল পলাশ রঙিন হয়ে গায় ফাগুনের গান
মাঝির গলায় ওই শোনা যায় ভাটিয়ালির টান

যে সুরে
ভোরের আলো ফোটার সাথে পাখিরা গান গায়
আপন মনে উদাস বাউল একতারা বাজায়
যে সুরে
ঝরনা নামে পাহাড় হতে যৌবনেরই রাগে
অলির গানে ফুলের মনে খুশির ছোঁয়া লাগে

যে সুরে
পদ্মদীঘির কালো জলে বৃষ্টি করে গান
সাঁঝের বেলা তরুর শাখায় পাখির কলতান
যে সুরে
রাই কিশোরী ব্যাকুল হিয়ায় যমুনাতে যায়
কৃষ্ণপ্রেমে আকুল গোঁসাই মীরার ভজন গায়
সেই সুর
ওগো বাঁশি, কোথা ফেলিছ হারায়?
Facebook Comments Box
কবিতাটি বলছে, কবির অন্তরে সুর আছে। পরিচর্যাটি চালিয়ে যেতে হবে।
অসংখ্য ধন্যবাদ। আপনার উপদেশ অবশ্যই মাথায় রাখবো। পরিচর্যা চলতে থাকবে। আশা রাখি আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ এভাবেই বর্ষিত হতে থাকবে। 🙏