
মানুষই মানুষ মারে মানুষের মতো
মানুষই পুড়িয়ে দেয় মানুষের ঘর,
যেখানে অনেক লোক ভয়ে অনুগত
সেখানে যায়না পাওয়া জীবন্ত স্বর।
যেখানে সকল লোক হুজুগ-বিলাসী
মতের অমিল হ’লে নেভাবেই শ্বাস,
সেখানে সুস্থ কোনো ছাত্র বা চাষী
তাকিয়ে বুঝতে পারে মিথ্যে আকাশ।
যেখানে ধর্ম মানে তুমি-আমি আঁকা
পথের বিভেদ হ’লে সজোরে আঘাত
সেখানে কীসের এত উল্লাসে থাকা!
প্রতিমা মুণ্ডুহীন—নেমে আসে রাত।
যেখানে হিন্দু কবি হয়ে ওঠে রবি—
সেখানে মূর্খ আঁকে ধ্বংসের ছবি।

Facebook Comments Box