
শ্রী দেবব্রত বিশ্বাস, চিরঞ্জীবেষু
সেদিন মৃত্যু কণ্ঠ রুদ্ধ গানের ভিতর,
বরফের মতো ধ্বনিহীন নীল অভিমানী স্বর,
ভিতরে ভিতরে স্তব্ধ গানের স্থির কল্লোল
তার ছিঁড়ে যাওয়া যেন তানপুরা শূন্য অতল।
ব্রাত্যজনের রুদ্ধ তখন রবীন্দ্রনাথ,
মৌন খসিয়ে নেমে আসছিল অনন্ত রাত।

এই স্তব্ধতা ক্ষান্ত বজ্র-মেঘ গর্জনে,
ভাটিয়ালি সুর ভাঁটার টানেতে দূর থেকে দূরে,
বৃষ্টিক্লান্ত মেঘ ভাঙা জল নীলাঞ্জনের,
জল তার গানে রেশ রেখে যায় স্মরণীয় সুরে।
এবার মৃত্যু চিতার আগুনে একা পুড়ে যায়
গান উড়ে চলে শাশ্বত নীলে চির জ্যোৎস্নায় …
সুরে সুরে ছোঁওয়া অগ্নিদীপ্ত ছিল সেই রাত
তিনি গাইছেন সামনে গানের রবীন্দ্রনাথ।
Facebook Comments Box