
রবিচক্রের সুহৃদ বাংলাদেশের বিশিষ্ট গীতিকার সুরকার ও গায়ক জনাব নওশের কাদেরীর কুশলতা বাংলার স্বর্ণযুগের আধুনিক গান থেকে নজরুল গীতি, নানা ধরনের গানে। তাঁর গাওয়া অনবদ্য একটি নজরুল গীতির সংযোগ রবিচক্রের আন্তর্জালিক পত্রিকার এই সংখ্যায়। তিনি গেয়েছেন:
“গোঠের রাখাল, বলে দে রে কোথায় বৃন্দাবন।
(যথা) রাখাল-রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ॥”
Facebook Comments Box