Category: আশীষ সেন
এক অলৌকিক প্রতিভার সন্ধানে
ভিনসেন্ট ভ্যান গগ- নামটা শুনলেই গায়ে কেমন একটা শিহরণ জাগে। তিনি যেন সৌরজগৎ থেকে ছিটকে আসা এক ধূমকেতূ, ধূলোমাটির পৃথিবীতে ভুল করে এসে পড়েছিলেন এবং মাত্র ৩৭ বছর বয়সে নিজের পার্থিব জীবনে ইতি টেনে আবার মহাবিশ্বে মিলিয়ে গিয়েছেন। তিনি সারাজীবন এত দূর্ভাগ্যের শিকার হয়েছিলেন, যা কোন গ্রীক ট্রাজেডির নায়ককেও হার মানিয়ে দেয়। ভিনসেন্টের জীবদ্দশায় মানুষ…