
রবিচক্রের কবি-স্মরণের অনুষ্ঠানঃ আগস্ট, ২০২২। “রবীন্দ্রনাথের দুঃখ জয়ের গান” অভিধায় এগারোটি গানের এক অসামান্য মালা গেঁথেছিলেন রবিগানের বিদগ্ধ শিল্পী ডক্টর কৃষ্ণেন্দু সেনগুপ্ত রবিচক্রের সান্ধ্য আসরে। রবীন্দ্রনাথের গান শ্রোতাকে তার ব্যক্তিগত দুঃখানুভূতিকে অতিক্রম করে পৌঁছে দেয় স্বর্গীয় সৌন্দর্যানুভূতিতে। কৃষ্ণেন্দু বাবুর অন্তর মথিত করা কণ্ঠে ও অনবদ্য গায়কীতে তার স্পর্শ পেয়েছিলেন সেদিনের শ্রোতারা। তাঁর সুনির্বাচিত গানগুলির অনুষঙ্গে হেমন্তবালা দেবীকে রবীন্দ্রনাথের লিখিত দুটি পত্রাংশ পাঠ করেছিলেন কৃষ্ণেন্দু বাবু তাঁর অনুষ্ঠানের শুরুতে ও সমাপ্তি-সঙ্গীতের আগে, যা তাঁর সমগ্র পরিবেশনাটির মূল সুরটি বেঁধে দিয়েছিল।
Facebook Comments Box