Tag: Sugata Majumdar
রবীন্দ্র-স্মরণ সন্ধ্যায় শ্রী সুগত মজুমদার
রবিচক্রের রবীন্দ্র-স্মরণ সন্ধ্যায় রবীন্দ্রনাথের গানে আসর মাতালেন শ্রী সুগত মজুমদার। আগরপাড়ার ‘প্রভাসতীর্থ’ সভাঘরে ৩০ জুন ২০২৪ তারিখে আয়োজিত রবিচক্রের রবীন্দ্র-স্মরণ সন্ধ্যায় উদাত্ত কণ্ঠের রবীন্দ্রনাথের গানে শ্রোতাদের মন জয় করে নিলেন বর্ষীয়ান শিল্পী শ্রী সুগত মজুমদার। শ্রী সুকান্ত মুখোপাধ্যায় দ্বারা চিত্রায়িত এই অনুষ্ঠানটি প্রকাশিত হয়েছে রবিচক্রের ‘বাংলার মুখ ও মনন’ ইউটিউব সাংস্কৃতিক চ্যানেলে।