শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

হেমন্তর কী মন্তর

১৬ই জুন ২০২০ তারিখে ১০০ বছরের চৌকাঠ পেরিয়েছিলেন তিনি, বাঙালির একান্ত আপন  হেমন্ত মুখোপাধ্যায়। আজও বাঙালি জীবনের পরতে পরতে জড়িয়ে মহাকালের পথে এগিয়ে চলেছেন এই কিম্বদন্তীপ্রতিম গায়ক। দীর্ঘদেহী, চোখে কালো ফ্রেমের চশমা, মুখে অভিজাত স্নিগ্ধতা, পরনে ধুতি ও সাদা সার্টের সাধারণতম পোষাক। নিপাট সুভদ্র অভিজাত বাঙালির চিরন্তন প্রতিমুর্তি তিনি। রুচিশীল বাঙালির অন্যতম শ্বাশ্বত আইকন। বিশ্বব্যাপী মহামারীর পটভূমিতে তাঁর শতবর্ষ পূর্তিকে স্মরণ করে রবিচক্রের শ্রদ্ধাঞ্জলি ছিল এই অনলাইন অনুষ্ঠান। এই সংগ্রহে হেমন্ত মুখোপাধ্যায়ের অসামান্য কিছু কালজয়ী প্রেমের গানে গঙ্গাজলে গঙ্গাপূজা করেছেন এই সময়ের কিছু কৃতী শিল্পী।

Facebook Comments Box

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.