Category: হরিপদ ভারতী
- প্রবাদপ্রতিম বাগ্মী অধ্যাপক হরিপদ ভারতীর অভিভাষণঃ বিষয় রবীন্দ্রনাথNew
১৩৮৩ বঙ্গাব্দের (১৯৭৬ সাল) বর্ষণসিক্ত ২৫শে বৈশাখের এক সন্ধ্যায় কবি ও শিক্ষাবিদ প্রভাস বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে আগরপাড়ায় তাঁর বাসভবনের সভাঘরে রবীন্দ্রস্মরণসভায় এসেছিলেন তদানীন্তন পশ্চিমবঙ্গের সেরা বাগ্মী অধ্যাপক হরিপদ ভারতী। বজ্রগম্ভীর কণ্ঠস্বর, নিখুঁত শব্দচয়ন, অপূর্ব স্বরবিন্যাসের কুশলতায় অধ্যাপক ভারতী সেদিন সাড়া ফেলেছিলেন বিদগ্ধ মহলে।