
বাংলার নিজস্ব সম্পদ আগমনী গান ও ভক্তিগীতি। রামপ্রসাদ সেন থেকে নজরুল ইসলাম, কত কত গীতিকার ও সুরকারের অবদানে যুগ যুগ ধরে সমৃদ্ধ হয়েছে এই দেশজ আঙ্গিকের গান, যার সহজ সরল বাণী ও সুরের বৈচিত্র্য ও মাধুর্য আমাদের আপ্লুত করে প্রতিনিয়ত। এই ধারার গানের বিপুল ভান্ডার থেকে চারটি গানের ছোট্ট একটি ডালি রবিচক্রের আজকের নিবেদন শ্রীমতি বৈশাখী চক্রবর্তীর কণ্ঠে। গ্রন্থনায় শ্রী সৌরভ হাওলাদার।
(নিচের ইউটিউব বোতামে ক্লিক করুন। নেট ওয়ার্কের কারণে, বোতাম না দেখা গেলে, অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন।)
Facebook Comments Box
ভাল লাগল।