
রবীন্দ্রনাথের গানে নিমগ্ন শিল্পী দ্বৈপায়ন গোস্বামী। দক্ষিণী-র প্রাক্তনী এই শিল্পীর কন্ঠে রবীন্দ্রনাথের গান এক অনন্য মাত্রা লাভ করে। শ্রোতাদের মন ভরে ওঠে সেই সঙ্গীতের সুখে। রবিচক্রের এই রবীন্দ্র সংখ্যায়, দ্বৈপায়ন পরিবেশন করলেন একটি অসামান্য গান।
Facebook Comments Box
মন ভরে গেল