হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মের শতবর্ষ পূর্তি হয়েছিল মহামারী বিধ্বস্ত সময়ে। ফলত দুটি অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষে তাঁকে স্মরণ করেছিল রবিচক্র। প্রথমটির ইউটিউব সংযোগ এই পাতায় প্রকাশিত হয়েছিল এই আন্তর্জালিক পত্রিকার প্রথম সংখ্যায় ১লা বৈশাখ, ১৪৩১ (১৪ এপ্রিল ২০২৪) তারিখে। আজ তাঁর ১০৫ তম জন্মদিনের আবহে জনপ্রিয় দ্বিতীয় পরিবেশনাটির ইউটিউব সংযোগ রাখা হচ্ছে শ্রোতা দর্শকদের জন্য। এই সংগ্রহেও হেমন্ত মুখোপাধ্যায়ের অসামান্য কিছু কালজয়ী গানে গঙ্গাজলে গঙ্গাপূজা করেছেন রবিচক্রের স্বজন এই সময়ের কিছু কৃতী শিল্পী।
Facebook Comments Box